DecorationDecoration
hero image

আমাদের মাদ্রারাসায়

ভর্তি প্রক্রিয়া এবং নিয়মাবলী

প্রাথমিকভাবে নির্ধারিত সময়ের মধ্যে এডমিট কার্ড সংগ্রহ করতে হবে।

মূল্যায়ন পরীক্ষার দিন অভিভাবক ও শিক্ষার্থীকে অবশ্যই উপস্থিত থাকতে হবে।

মূল্যায়ন পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবক উভয়কেই উত্তীর্ণ হতে হবে।

প্রতিষ্ঠানের নির্ধারিত ফি জমা দিয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

প্রয়োজনীয় নথিপত্রসমূহ

ভর্তির জন্য নিম্নলিখিত কাগজপত্র জমা দিতে হবে:

ভর্তি ফরম পূরণ করে ফরমের সঙ্গে শিক্ষার্থীর ৪ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও জন্ম-নিবন্ধন সনদ এবং প্রয়াজনীয় তথ্যাদি জমা দিতে হবে।

অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং প্রয়োজনীয় তথ্যাদি জমা দিতে হবে।

calender icon big size

নভেম্বর মাসের শুরু থেকেই এডমিট কার্ড বিতরণ শুরু হয়। নভেম্বর-ডিসেম্বর মাসের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করে পরবর্তী বছরের জানুয়ারি মাস থেকে নিয়মিত পাঠদান কার্যক্রম চালু হয়।

ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীর শ্রেণিভিত্তিক নিম্নোক্ত বয়স বিবেচনা করা হয়-

ক্লাস

বয়স

প্লে৩-৪ বছর
নার্সারি৪-৫ বছর
কেজি৫-৬ বছর
প্রথম শ্রেণী৬-৭ বছর
দ্বিতীয় শ্রেণী৭-৮ বছর
তৃতীয় শ্রেণী৮-৯ বছর
চতুর্থ শ্রেণী৯-১০ বছর
পঞ্চম শ্রেণী১০-১১ বছর