DecorationDecoration
hero image

আমাদের মাদ্রারাসার সুযোগ সুবিধাসমূহ

আমরা শিক্ষার্থীদের সুযোগ সুবিধায় বিশ্বাসী

বাংলায় উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্লাটফর্ম

মাদরাসার নিজস্ব পরিবহন ব্যবস্থা

শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে মাদরাসাতুস সুন্নাহর রয়েছে ৪টি নিজস্ব বাস। মাদরাসার এই বাসগুলো তিনটি রুটের (আফতাবনগর গেইট, উত্তর বাড্ডা ও নতুন বাজার) বিভিন্ন পয়েন্ট থেকে শিক্ষার্থীদেরকে আনা-নেওয়া করে থাকে। আগামী শিক্ষাবর্ষ থেকে প্রয়োজন সাপেক্ষে বাসের সংখ্যা আরো বৃদ্ধি করা হবে, ইন-শা-আল্লাহ।

আবাসিক ছাত্রাবাস

দেশের বিভিন্ন পধান্ত থেকে আগত শিক্ষার্থীদের পড়ালেখার সুবিধার্থে মাদরাসাতুস সুন্নাহর রয়েছে সীমিত আকারে আবাসিক ব্যবস্থা। শিক্ষার্থীদের পড়াশোনা, নৈতিক মানোন্নয়ন, রুচিসম্মত খাবার পরিবেশন এবং তাদেরকে মনোরম পরিবেশে রাখার জন্য মাদরাসাতুস সুন্নাহর সর্বাত্মক প্রচেষ্টা অব্যহত আছে। মাদরাসার এই আবাসিক ব্যবস্থা শুধু দ্বিতীয় বা তদূর্ধ্ব শ্রেণির ছেলে শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য।

স্কলারশিপের সুযোগ

গরীব ও এতিম মেধাবী শিক্ষার্থীদের জন্য রয়েছে সম্পূর্ণ স্কলারশিপের সুযোগ। কোনো শিক্ষার্থী মেধাবী এবং যাকাতের হকদার হয়ে থাকলে অভিভাবকের ঐকান্তিক আগ্রহের ভিত্তিতে তার যাবতীয় ব্যয়ভার আস-সুন্নাহ ফাউন্ডেশন যাকাত তহবিল থেকে বহন করে থাকে আলহামদুলিল্লাহ। এই সুযোগ সর্বোচ্চ ২০ শতাংশ শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য।

একই পিতা-মাতার একাধিক সন্তানের জন্য সুবিধা

একই বাবা-মায়ের দুই সন্তান মাদরাসাতুস সুন্নাহতে ভর্তি হলে দ্বিতীয়জনের জন্য ভর্তি এবং টিউশন ফি অর্ধেক।